3000VA OFFLINE UPS MAINBOARD REPAIR.

 



সমস্যা:ইউপিএস টি ব্যাটারী সংযোগ দিলে সামনের চারজিংএর হলুদ বাতিটি জলে থাকে কোনো সুইচ অন বা অফ করা ছাড়াই। এবং এই অবস্থায় ইনভার্টার অন  করলে অন  হয় আউটপুট ভোল্টেজ দেখায় কিন্তু এসি দিলে এসি  পাই না। 

সমাধান : প্রদর্শিত ছবির তে মার্ক করা হয়েছে। দেখা জাস্ছে যে আমি KBU610B ব্রিজ রেক্টিফায়ার এবং I N 5408 DIODE পরিবর্তন করেছি এবং বিচ্ছিন্ন হয়ে যাওয়া সংযোগ ক্যাবল দিয়ে সংযোজ করেছি। । ইউপিএস টি এখন কোনো সমস্যা ছাড়াই চলছে।   

Post a Comment

0 Comments

Close Menu