ইউপিএস এ আর্থ না থাকলেও কিভাবে বিকল্প উপায়ে আর্থ লাইন দেয়া যায়।

 

প্রদর্শিত চিত্রে দেখা যাছে  যে , একটি PF ক্যাপাসিটর আউটপুট নয়েস ফিল্টার কার্ডের নিউট্রাল প্রান্তে এবং আউটপুট সকেট  এর আর্থ  প্রান্তে সংযোজ দেওয়া হয়েছে। এভাবে ইউপিএস এ বিকল্প উপায়ে আর্থ লাইন দেয়া যায়।  

Post a Comment

0 Comments

Close Menu