সমস্যা: ইউপিএস এর ইনভার্টার ওকে কিন্তু চার্জ নেয়না। চার্জে  দিলে  mains  অন  লাইট জলে এবং চার্জিং লাইট ব্লিঙ্ক করে। 

সমাধান: ছবিতে মার্ক করা আছে যে smd  ট্রান্সিস্টর টি  ওটি  মূলত বড় রিলেই টা  ড্রাইভ করছে।  ট্রান্সিস্টরটি নষ্ট থাকবার কারণে relay  সুইট  করেনি এবং চার্জ হয়নি। ট্রান্সিস্টর চেঞ্জ করবার পর সমাধান হয়েছে।